দেশ

গত ৮ দিনে ৭ বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

গত ৮ দিনে ৭ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ৷ আজ বাজার খুলতেই পেট্রোল ও ডিজেলের দাম গড়ে ৮০ ও ৭০পয়সা করে বাড়ল দেশের চারটি মেট্রো শহরে ৷ ফলে ৮ দিনে প্রায় ৫ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম ৷ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে ১০৯.৬৮ টাকায় দাঁড়িয়েছে ৷ আর ডিজেল ৭০ পয়সা বেড়ে ৯৪.৬২ টাকা হয়েছে ৷ আজকের এই মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম একশো পেরিয়েছে ৷ উল্লেখ্য মাস চারেক আগে কেন্দ্রের তরফে পেট্রোল-ডিজেলের দাম ১৫ টাকা করে কমানো হয়েছিল ৷ যার পরে দিল্লিতে পেট্রোলের দাম একশোর নিচে নেমে গিয়েছিল ৷ কিন্তু, গত একসপ্তাহে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুবাদে তা ফের একবার সেঞ্চুরি পার করেছে ৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ৮০ পয়সা বেড়ে ১০০.২১ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে ৯১.৪৭ টাকা হয়েছে ৷ একইভাবে বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৫ পয়সা বেড়ে ১১৫.০৪ টাকা হয়েছে এবং ডিজেল ৭৫ পয়সা বেড়ে ৯৯.২৫ পয়সা হয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৬ পয়সা বেড়েছে ৷ ফলে সেখানে পেট্রোলের নয়া দাম দাঁড়িয়েছে ১০৫.৯৪ টাকা ৷ ডিজেলের দাম বেড়েছে ৬৭ পয়সা ৷ ফলে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৯৬ টাকা ৷