দেশ

দিল্লিতে জি-২০ সম্মেলন চলাকালীন বাতিল বহু ট্রেন ও বিমান

দিল্লিতে জি-২০ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে চলতি সপ্তাহেই। যার শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। উত্তর রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সম্মেলন চলাকালীন ৩০০-র বেশি ইন্টারসিটি ও এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যাহত হবে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২০৭টি ট্রেন বাতিল করা হয়েছে। ৬টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ১৫টি ট্রেনের টার্মিনাল বদল করা হয়েছে। এছাড়া ১১ সেপ্টেম্বর বাতিল থাকবে দিল্লি-রিওয়ারি এক্সপ্রেস স্পেশাল ও রিওয়ারি-দিল্লি এক্সপ্রেস স্পেশাল ট্রেন। যাত্রীদের দুর্ভোগ এড়াতে, এই তিনদিন ট্রেনের সময়সূচী ও রুট দেখেই ভ্রমণের নির্দেশ দিয়েছে রেল।  শুধু ট্রেন নয়, ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও বহু বিমান বাতিল করা হয়েছে। তিনদিনে মোট ১৬০টি ঘরোয়া উড়ান বাতিল করা হয়েছে।