বুধবার ‘কার্গিল দিবস’। দেশভক্তির গল্প বলার উপযুক্ত দিন। তাই ছবির ট্রেলারমুক্তির জন্য এই দিনকেই বেছে নিয়েছিলেন পরিচালক-প্রযোজক। প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ‘গদর ২’-এর ট্রেলার ভাইরাল। ট্রেলারমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, সানি দেওল, আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, শারিক প্যাটেল, সিমরত কৌর, মিঠুন, অলকা ইয়াগনিক, জুবিন নৌটিয়াল এবং আদিত্য নারায়ণ। এই উপকরণগুলোই তো ২৩ বছর আগে ‘গদর: এক প্রেম কথা’কে ব্লকবাস্টার হিট করেছিল? পরিচালক অনিল শর্মা সেই সমস্ত উপাদান সঠিক পরিমাণে মিশিয়ে দর্শকদের দ্বিতীয় বার উপহার দিতে চলেছেন। ‘গদর ২’ সিক্যুয়েলে। আগের ছবি যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে নতুন করে শুরু করলেন সানি দেওল, আমিশা প্যাটেল। না, এই ছবিতে অমরীশ পুরীর জবরদস্ত ভিলেনি নেই। বদলে নতুন সংযোজন, উৎকর্ষ শর্মা। পর্দায় তিনি তারা-সাকিনার সন্তান ‘জিতে’। তারা সিং-সাকিনার উত্তরাধিকার তাঁদের একমাত্র সন্তান জিতে। সিক্যুয়েলের পটভূমিকায় ১৯৭১-এর ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’। জোরালো সংলাপ, দুরন্ত অ্যাকশন আর পরিচিত সংলাপ আর গান “ম্যায় নিকলা গড্ডি লেকে”-র জোরেই ট্রেলার মন ভুলিয়েছে দর্শকদের। ছবি নিয়ে সানি-আমিশা প্রথম বারের মতোই উত্তেজিত। সানির কথায়, ‘‘গদর: এক প্রেম কথা’র মতোই এই ছবি সবার ভাল লাগবে।’’ পরিচালক অনিলের দাবি, ‘‘আমরা এমন একটি গল্প ফিরিয়ে আনছি যা আগের ছবির মতোই দেশপ্রেমের রসে জারিত। বাড়তি উপাদান বাবা-ছেলের রসায়ন। এছাড়া, সানি-আমিশার প্রেম তো আছেই।’’ ছবিটি মুক্তি পাচ্ছে ১১ অগাস্ট।