মকর সংক্রান্তির স্নান শুরু হচ্ছে শনিবার সন্ধ্যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা রওনা দিচ্ছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কিন্তু ঘন কুয়াশার দাপট তাল কাটল পূণ্যার্থীদের যাত্রায়। শনিবার সকালে ঘন কুয়াশার জেরে কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ল না গঙ্গাসাগরগামী লঞ্চ। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার ৮ নম্বর লটেও বেশ কিছুক্ষণ বন্ধ থাকে লঞ্চ ও ভেসেল পরিষেবা। এদিন সকাল ৮টা পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ থাকে ৮ নম্বর লটে। যার ফলে প্রচুর পুণ্যার্থী আটকে পড়েন ৮ নম্বর লটে। এদিকে এদিন সকালে বাবুঘাট থেকে বাস পরিষেবাও বন্ধ রাখা হয়। সিএসটিসি, সিটিসি, এসবিএসটিসির প্রায় ৪০-৫০টি বাস দাঁড়িয়ে থাকে বাবুঘাট বাসস্ট্যান্ডে। সকালে ঘন কুয়াশার কারণে নামখানা- বেনুবন পয়েন্টের লঞ্চ পরিষেবা ও বাস পরিষেবাও ব্যাহত হয়। কুয়াশার কারণে শনিবার ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচলও। বাতিল করা হয় ভোর ৪টে ৩২ এবং সকাল ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল। ট্রেন বাতিলের ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।