জেলা

মুর্শিদাবাদে গ্যাস লিক করে গুরুতর অসুস্থ ১৪

মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমা রেজিষ্ট্রি অফিসের পাশে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কাজ করার সময়ে গ্যাস লিক। গুরুতর অসুস্থ শ্রমিক সহ এলাকার প্রায় ১৪ জন বাসিন্দা। অসুস্থদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।জানা গিয়েছে, লালবাগ মহকুমা রেজিষ্ট্রি অফিসের পাশে একটি জলের ট্যাঙ্ক ছিল। PHE-র জায়গায় অবস্থিত সেই ট্যাঙ্ক ভাঙার কাজ করছিল কিছু শ্রমিক। ভাঙার পরে জেসিপি মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময়ে ক্লোরোনিন গ্যাস সিলিন্ডার ফেটে লিক করতে থাকে। ধোঁয়াতে ঢেকে যায় এলাকা। পুড়ে যায় গাছ, অসুস্থ হয়ে পড়ে জীবজন্তু। ধোঁয়ার অসুস্থ হওয়ার ফলে প্রায় ১৪জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় ১৪জনকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। অন্যদিকে একজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।