দেশ

ফের পতন, বিশ্ব সেরা ধনীর তালিকায় ৮ নম্বরে নেমে গেলেন গৌতম আদানি

দেশের বিনিয়োগকারীদের আস্থা অর্জনে রবিবার দেশপ্রেমের তাস খেলেছিল গৌতম আদানির মাকিকানাধীন আদানি গোষ্ঠী। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যর্থ জালিয়াতিতে অভিযুক্ত শিল্প সংস্থাটি। সোমবার সকালে শেয়ারবাজার খুলতেই পড়তে থাকে আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার। আর তার ফলে সম্পদের নিরিখে বিশ্বের ধনী তালিকায় ফের পতনের সম্মুখীন গৌতম আদানি। সাত নম্বর থেকে আট নম্বরে নেমে গিয়েছেন। তাঁর সম্পত্তি কমে দাঁড়িয়েছে ৮৭ দশমিক ১ বিলিয়ন ডলারে।   গত ২৪ জানুয়ারি মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশের পরেই গৌতম আদানির শিল্প সাম্রাজ্যের ভিত টলে যায়। কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি হারিয়ে বিশ্বের সেরা ধনী তালিকায় তিন নম্বর থেকে সাত নম্বরে নেমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বন্ধু। শেয়ারবাজারে ধস রুখতে রবিবার রাতেই হিন্ডেনবার্গকে পাঠানো এক পেল্লাই সাইজের চিঠিতে আদানি গোষ্ঠী অভিযোগ করেছিল, ‘সংস্থার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। ওই রিপোর্ট শুধু আদানি গোষ্ঠীর উপরেই আক্রমণ নয়, ভারতের অখণ্ডতা, উন্নয়নের উপরেও আক্রমণ।’