দেশ

ঋণ মেটাতে এবার অম্বুজা সিমেন্টের শেয়ার বিক্রি করছেন গৌতম আদানি!

হিন্ডেনবার্গ রিপোর্টই তাঁর বাণিজ্যিক সাম্রাজ্যে ধস নামিয়ে দিয়েছে। বিপাকে পড়ার পরে এই প্রথম ঋণ চোকাতে সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিলেন মোদি ঘনিষ্ঠ শিল্পপতি। এক সময়ে সিমেন্ট ব্যবসায় রাজত্ব বিস্তারে অম্বুজা সিমেন্টে প্রচুর টাকা ঢেলেছিলেন আদানি। এবার সেই অম্বুজা সিমেন্টে থাকা শেয়ারের একাংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।। সূত্রের খবর, বৃহস্পতিবারই আদানি গোষ্ঠীর আন্তর্জাতিক পাওনাদারদের কাছে অম্বুজা সিমেন্টে থাকা সংস্থার ৪ থেকে ৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছেন গৌতম আদানি। ওই শেয়ার বিক্রি করে অন্তত ৪৫ কোটি ডলার পাওয়া যাবে। গতকাল ৯ মার্চ ৫০ কোটি ডলার ঋণ শোধ করার কথা ছিল আদানি কর্তার। আর ওই ঋণ শোধের জন্যই এবার নিজের সম্পত্তি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বিতর্কিত ভারতীয় শিল্পপতি।ভারতে সিমেন্ট ব্যবসায় একচেটিয়া রাজত্ব প্রতিষ্ঠায় ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারে অম্বুজা ও এসিসি সিমেন্টে থাকা হোলচিম সংস্থার অংশীদারিত্ব কিনে নিয়েছিলেন গৌতম আদানি। বার্কলে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ডয়েচ ব্যাঙ্ক থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ নিয়েছিলেন তিনি।