গাজার আল আহলি হাসপাতালে বিস্ফোরনের জেরে প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ জন। ঘটনার বিভৎসতা যেন যুদ্ধের সব নিষ্ঠুরতাকেও হার মানাচ্ছে। যুদ্ধের বলি হওয়া নিরীহ সাধারণ মানুষের জন্যে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার টুইট করে লিখলেন, ‘গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি’। মোদীর আরও সংযোজন, দুই দেশের সংঘাতে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা একটি গুরুতর এবং ক্রমাগত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে।