দেশ

দিল্লিতে এসে পৌঁছল সিডিএস জেলারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ ১৩ জন সেনা আধিকারিকের মরদেহ

তামিলনাড়ু থেকে দিল্লিতে এসে পৌঁছল চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ১১ জন সেনা কর্মীর মরদেহ। পালাম এয়ারবেসে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে সেনা সর্বাধিনায়কের মরদেহ। সেখানেই জেনারেল রাওয়াত সহ বাকি সেনা কর্মীদের শেষ  বিদায় জানাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল তামিলনাড়ুর কুন্নুরে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার। সেনা বাহিনীর ওই কপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, এস এস লিড্ডার, কর্নেল এইচ সিং, উইং কমান্ডার পি এস চৌহান, স্কোয়াড্রন লিডারকে সিং, জেডব্লিউও দাস,  জেডব্লিউও প্রদীপ এ,  এইচএভি সতপাল, এনকে গুরেশ্বর সিং, এন কে জিতেন্দ্র, এন কে ভিভেক এবং এন কে তেজা।