দেশ

দুপুর ২টো থেকে কার্ফু জারি! মমতার লাইভ ভাষণ রুখতে জায়েন্ট স্ক্রিনে নিষেধাজ্ঞা, গ্রেপ্তার ১০০ সমর্থক, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে

২১শে জুলাইকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে পা রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে। ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষন শোনানোর তালিকাতে রয়েছে ত্রিপুরাও। ত্রিপুরাতে দুটো থেকে কার্ফু জারি করা হয়েছে। যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে তৃণমূলের পরিকল্পনা ছিল, আগরতলা-সহ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানো হবে। কিন্তু কার্ফু জারি থাকাতে কোনও জায়েন্ট স্ক্রিন বসানোর অনুমতি জেলাশাসকের তরফে দেওয়া হয়নি। ত্রিপুরা প্রস্তুতিতে প্রথমেই ধাক্কা খেল তৃণমূল। জায়েন্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানোর অনুমতি মিলল না। শুধু তাই নয়, ত্রিপুরার কৈলাশহরে একুশে জুলাই পালন করতে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ।ত্রিপুরা তৃণমূল সূত্রে টুইটে অভিযোগ, ‘ত্রিপুরায় শহিদ দিবসে ভার্চুয়াল বার্তা শোনার জন্য জায়ান্ট স্ক্রিনের সামনে তৃণমূল সমর্থক জমায়েত হন। ত্রিপুরা পুলিশ ১০০ জন সমর্থককে গ্রেপ্তার করল।’  টুইট করে অভিষেক লিখেছেন, ‘বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার তীব্র নিন্দা করছি। ভয় দেখানোর কৌশল নিয়ে তৃণমূলকে দমানো যাবে না।’।সে রাজ্যে বিজেপিতে বিদ্রোহ এবং বিপ্লব দেবের বিরুদ্ধে মানুষের অসন্তোষকে কার্যত কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সে লক্ষ্যেই অগস্টে শুরুতেই ত্রিপুরা ছুটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন।