জেলা

১৫টি কচ্ছপ সহ ধৃত এক

১৫টি কচ্ছপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন বনকর্মীরা। বুধবার মাটিগাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম ভবন সরকার। বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বৈকুন্ঠপুর ডিভিশনের বনকর্মীরা ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে একটি বাস থেকে ওই কচ্ছপগুলি উদ্ধার করেন। বাস সহ ১৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।