বিজ্ঞান-প্রযুক্তি

হঠাৎ বন্ধ হয়ে গেল জিমেল, গুগল ড্রাইভ এবং ইউটিউব! সমস্যার মুখোমুখি ইউজাররা

হঠাৎ করেই কাজ করা বন্ধ করেছে জিমেল, গুগল ড্রাইভ এবং ইউটিউবের মতো পরিষেবা। জিমেল কাজ না করায় গোটা বিশ্বের একাধিক জায়গায় তার প্রভাব পড়তে শুরু করে।  Downdetector.in  ওয়েবসাইট অনুসারে এদিন সকাল ১১:০০ টায় এই সমস্যা শুরু হয়। অফিসে স্বাভাবিকভাবেই কাজের চাপ বেশি থাকে সই সময়ে। আর জিমেল খুলতে না পারায় নাজেহাল হন অনেকেই। টেক জায়েন্ট গুগলের সার্ভিস ডাউন। ফলত তার জেরে সার্চ ইঞ্জিন থেকে শুরু করে ইউটিউব, জিমেইল সব ক্ষেত্রেই থমকে গিয়েছে। ভারতের প্রায় ১৫০০ ইউজার এই নিয়ে রিপোর্ট করেছে বলে জানা গিয়েছে। Downdetector.in অনুসারে, এই বিভ্রাটটি প্রায় এক ঘন্টা মতো চলে। তখন স্বস্তির নিশ্বাস ফেলেন অনেকে।  দুপুর ১২ টা নাগাদ আবার ঠিক ভাবে কাজ করতে শুরু করে জিমেল।  দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং আরও অনেক শহরেই পরিষেবাটি বিঘ্নিত হয় বলে জানা গিয়েছে। গুগলের একাধিক ওয়েবসাইট, অ্যাপ, ডুয়ো, গুগল মিট, হ্যাঙ্ক আউট, ডকুমেন্ট, গুগল শিট, প্রায় সবকিছুই ডাউন ছিল বেশ কিছুক্ষণ।