কলকাতা

‘আমি নিয়োগকর্তা নই, সমস্ত জায়গায় তদ্বির করেছেন সুজন-দিলীপ-শুভেন্দু’, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক পার্থ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার আদালতে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সমস্ত জায়গায় তদ্বির করেছেন সুজন-দিলীপ-শুভেন্দু’। বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি রয়েছে। এদিন যখন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালতে নিয়ে আসা হয়। আদালত কক্ষে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যে সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন। তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। তারা ২০০৯, ১০ এর সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারব না। আমি নিয়োগকর্তা নই। আমি এ ব্যাপারে কোনওরকম সাহায্য তো দূরের কথা, আমি কোনও কাজ বেআইনি করতে পারব না।’ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এদিন আরও বলেন, ‘শুভেন্দু অধিকারীর ১১, ১২ সালটা দেখুন না।’ যদিও প্রাক্তন মন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী।