দেশের অন্যতম জনপ্রিয় ই-ওয়ালেট অ্যাপ পেটিএমকে প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল। শুক্রবার দুপুর থেকে পেটিএম অ্যাপটি আর গুগল প্লে স্টোরে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে সংস্থার বাকি অ্যাপ যেমন ‘পেটিএম ফর বিজনেস’, ‘পেটিএম মল’, ‘পেটিএম মানি’-র মতো অ্যাপগুলি স্টোরেই রয়েছে। সংস্থা এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে শোনা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে লিখিত বিবৃতি প্রকাশ করবে পেটিএম। এদিকে গুগল সরাসরি এবিষয়ে কিছু না জানালেও একটি ব্লগ পোস্টে ইঙ্গিত দিয়ে রেখেছে। সংস্থার অ্যান্ড্রয়েড সিকিউরিটি ও প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুজান ফ্রে লিখেছেন, গুগল অনলাইন ক্যাসিনো বা অন্য কোনও রকমের ‘গ্যাম্বলিং’-কে প্রশ্রয় দেয় না। পাশাপাশি প্লে স্টোরে থাকা অ্যাপের মাধ্যমে থার্ড পার্টি কোনও ওয়েবসাইট বা অ্যাপে ‘রিডাইরেক্ট’ করা হলেও ব্যবস্থা নেয় গুগল। উল্লেখ্য, সম্প্রতি অ্যাপে আরোগ্য সেতুর লিঙ্ক রেখে একই সমস্যার সম্মুখীন হয়েছিল আরেক ই-ওয়ালেট সংস্থা মোবিকুইক।