কলকাতা

কালিয়াগঞ্জ কাণ্ডে মুখ্যসচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব করল রাজ্যপাল

মঙ্গলবারেও উত্তপ্ত পরিস্থিতি কালিয়াগঞ্জে। নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের পর জানা গিয়েছে, বিষপান করেই মৃত্যু হয়েছে তার। যদিও এই রিপোর্ট মানতে নারাজ পরিবার। এদিন এলাকার থানাতেই আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। দফায় দফায় বিক্ষোভের খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকেই কালিয়াগঞ্জ কাণ্ডে ডিজি ও মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর কাছে রিপোর্ট তলব করলেন তিনি। অন্যদিকে দিল্লি সফর কাটছাঁট করেই শীঘ্রই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। গত শুক্রবার থেকে নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, এলাকার বর্তমান পরিস্থিতি, সবটা ঘিরেই রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছেন। এমনকী কালিয়াগঞ্জ থানায় আগুন লাগানোর ঘটনায় পুলিশের কী পদক্ষেপ তাও জানতে চেয়েছেন তিনি। বুধবার দিল্লিতে রাজ্যপালের একাধিক কর্মসূচি রয়েছে। কিন্তু সেই কর্মসূচিতে কাটছাঁট করে দ্রুত কলকাতায় ফিরবেন তিনি।