দেশ

প্রয়াত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

প্রয়াত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একাধিক অসুস্থতার কারণে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ এক সপ্তাহ আগে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ উল্লেখযোগ্য ভাবে পঞ্জাবের নবীনতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার রেকর্ড রয়েছে প্রকাশ সিং বাদলের কাছে৷ প্রবীণ শিরোমণি অকালি দল (এসএডি) নেতাকে এক সপ্তাহ আগে শ্বাসকষ্টের জন্য মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবারও তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল, যেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের উন্নতির চেষ্টা চালাচ্ছিলেন। তিনি গ্যাস্ট্রাইটিস এবং শ্বাসকষ্টের কারণে গত বছরের জুনে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কোভিড-পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে মোহালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাদল গত বছরের জানুয়ারিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদল তাঁর ছেলে এবং অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এবং মেয়ে প্রনীত কৌরকে রেখে গেলেন, যিনি প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী আদিশ প্রতাপ সিং কাইরনের স্ত্রী।