কলকাতা

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তাঁর বাড়িতে গেলেন রাজ্যপাল, দিলেন শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

অষ্টমীর সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে পুজোর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অসুস্থ বুদ্ধবাবু দীর্ঘদিনই বাড়ি থেকে বাইরে যান না। এর আগেও রাজ্যে আসার পরেই বুদ্ধবাবুর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় কর সুস্থতা কামনা করে এসেছিলেন ধনকড়। সেখানে শনিবার প্রায় ৩০ মিনিট ছিলেন ধনকর। শুধু কুশল বিনিময় ও শুভেচ্ছাবার্তা বিনিময় নয়, এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেখানে রাজ্যপাল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন, রাজ্যের নির্বাচন শান্তিপূর্ণভাবেই করার জন্য সবরকম প্রচেষ্টা তিনি করবেন, বলেই সূত্র অনুসারে জানা গিয়েছে।রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেরকম কোনও শুভেচ্ছাবার্তা প্রেরণ করেননি ধনকড়। নাই বা তিনি পুজো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কুশলবার্তা বিনিময় করেছেন। কিন্তু তা তিনি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। যা রাজনৈতিক মহলে সামান্য হলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

https://twitter.com/jdhankhar1/status/1320011954769940482