খেলা

সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে হারাল পঞ্জাব

সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে হারাল পঞ্জাব। পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান তাড়া করে জেতা সহজ বলে মনে করেছিলেন ডেভিড ওয়ার্নার। শিশির সমস্যা পরে বল করা মুশকিল হবে বলে মনে করেছি্লেন হায়দরাবাদের অধিনায়ক। নেতা ডেভিড ওয়ার্নারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দারুণ পারফরম্যান্স করেন সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্যানদের হাত খুলতেই দেননি সন্দীপ শর্মা, রশিদ খানরা। শুরু করে নিভে যান ক্রিস গেইলও। পঞ্জাবের ইন-ফর্ম অধিনায়ক কেএল রাহুল ২৭ বলে ২৭ রান করেন। ২০ বলে ২০ রান করেন গেইল। ১৭ রান করেন মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে পঞ্জাবের হয়ে ওপেন করতে নামা মনদীপ সিং। ২৮ বলে ৩২ রান করেন নিকোলাস পুরান। অন্যান্য দিনের মতো ঝড়ের গতিতে রান করতে ব্যর্থ হন তিনিও। প্রীতি জিন্টার দলের বাকি ব্যাটসম্যানরা কার্যত ব্যর্থই হন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে পঞ্জাব। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন ফাস্ট বোলার সন্দীপ শর্মা। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন ভারতীয় ক্রিকেটার। একই সঙ্গে আইপিএলে ১০০ উইকেটের মালিক হলেন সন্দীপ। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। দুই উইকেট নেন সানরাইজার্সের ফাস্ট বোলার জেসন হোল্ডারও। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় সানরাইজার্স হায়দরাবাদের। দলের দুই ওপেনারের মধ্যে ৫৬ রানের পার্টনারশিপ হয়। ২৯ বলে ৩৫ রান করে আউট হন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২০ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। গত ম্যাচের নায়ক মনীশ পান্ডে ২৯ বল খেলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান। ২৭ বলে ২৬ রানের লড়াকু ইনিংস খেলেন বিজয় শঙ্কর। ৫ বলে ৭ রান করেন আব্দুল সামাদ। ১১৪ রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং করেন ক্রিস জর্ডন। তিন উইকেট নেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। তিন উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই এবং মহম্মদ শামি।