এবার সন্দেশখালি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখনও অশান্ত সন্দেশখালি। এখনও অধরা অভিযুক্ত শেখ শাহজাহান। মঙ্গলবার পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করে রাজ্যপালের প্রশ্ন, কবে গ্রেফতার কবে করা হবে শেখ শাহজাহানকে? সন্দেশখালির বর্তমান পরিস্থিতি কী? একাধিক প্রশ্ন তুলে এদিন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। ৭২ ঘণ্টার মধ্যে গোটা বিষয় জানতে চেয়ে মুখ্য সচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন রাজ্যপাল। এমনটাই রাজভবন সূত্রে খবর। আজ সেই চিঠি দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এর আগেও শেখ শাহাজানের গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল।এবার ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইলেন সিভি আনন্দ বোস।