রাজ্যপালের টুইট ভুয়ো ও মিথ্যে তথ্য, জানাল নবান্ন
রাজ্য-রাজ্যপাল টুইট যুদ্ধ অব্যাহত। আজ দুপুরেই বাংলার কোন জেলায় কত ধর্ষণ ও কত অপহরণের ঘনা ঘটেছে অগস্ট মাসে, সেই তালিকা প্রকাশ করে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাসরি আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর কিছু পরেই রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট করে দাবি করা হয়, বাংলার ধর্ষণ ও অপহরণ নিয়ে যে ‘পরিসংখ্যান’ রাজভবনের তরফে প্রকাশ করা হয়েছে, তা কোনও সরকারি সূত্রের রিপোর্ট বা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি। অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। আসল ঘটনা ও তথ্যের ধারেকাছ দিয়েও যায় না রাজ্যপালের ওই পরিসংখ্যান।এর পরে আবারও টুইট করেন রাজ্যপাল। দাবি করেন, রাজ্য সরকারের তরফে এই উত্তরে তিনি স্তম্ভিত হয়ে গেছেন। ২২৩টি ধর্ষণ ও ৬৩৯টি অপহরণের ঘটনা যে অগস্টে ঘটেছে, সে বিষয়ে তিনি প্রতিটি জেলা থেকে অফিসিয়াল রিপোর্ট পেয়েছেন। প্রতিটি তথ্য যত্নসহকারে যাচাই করা হয়েছে। এটা যে রাজ্য সরকার অস্বীকার করল, সে জন্য ক্ষমাপ্রার্থনা ও ভুল স্বীকার করা উচিত।