কলকাতা

রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল, জগদীপ ধনকড়ের টুইটে বিতর্ক

রাজ্যের সঙ্গে ফের সংঘাতে জড়ালেন রাজ্যপাল। রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। আজ, ১২ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করা হয়েছে এমনটাই টুইটারে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবারে রাজ্য চার পুরনিগমের ভোটের মাঝেই টুইস্ট টুইট করে বসেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে রাজ্যে কি এবার সাংবিধানিক সংকট হতে চলেছে ? শনিবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের একটি টুইট থেকে আপাতত সেই আশঙ্কা তৈরি হয়েছে৷  যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। যদিও এটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেই জানিয়েছেন রাজনীতিবিদরা।  রাজ্যপালের এহেন পদক্ষেপ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটা রুটিন বিজ্ঞপ্তি। পরের অধিবেশন শুরুর আগে পূর্ববর্তী অধিবেশনের স্থগিত করার বিষয়ে জানাতে হয়। আগের অধিবেশনের স্থগিতের বিষয়ে রাজ্যের মন্ত্রিসভার অনুমতি নিয়েই একটি চিঠি দেওয়া হয় রাজ্যপালকে। যার ভিত্তিতেই এই নিয়ম কার্যকর করেন উনি। এতে জল্পনার কিছু নেই। কিন্তু আমার মাথাতে ঢুকছে না উনি এই বিষয়টিও টুইট করে জানিয়েছেন! একটা রুটিন বিষয় নিয়ে টুইট করার কী আছে জানা নেই। 

https://twitter.com/jdhankhar1/status/1492390605301121027