কলকাতা

কলকাতার জোড়াবাগান এলাকায় ধরা পড়ল ভুয়ো সিবিআই অফিসার

ভোট উত্তাপের মাঝেই উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় ধরা পড়ল এক ভুয়ো সিবিআই অফিসার। ঘটনার জেরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য। ধৃত ব্যক্তির নাম অভিষেক আগরওয়াল। বাড়ি কালিচরণ ঘোষ স্ট্রিট এলাকায়। অভিযোগ, নিজেকে সিবিআই অফিসার হিসাবে পরিচয় দিয়ে শহরের বেশ কিছু ব্যবসায়ী ও ধনী লোকেদের রীতিমত তল্লাশি ও গ্রেফতারির হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করত সে। কিন্তু এদিন হাতেনাতে ধরা পড়ে সেই জাল সিবিআই অফিসার। জানা গিয়েছে, অভিষেক আগরওয়াল তার গাড়িতে গভমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াতো। নিজেকে সব জায়গায় সে সিবিআই অফিসার হিসাবেই পরিচয় দিত। কিন্তু শনিবার সকালে জোড়াবাগান এলাকায় নিজের গাড়ি নিয়ে ঘোরার সময় সেই গাড়ি আটকায় পুলিশ। ট্রাফিক সার্জেন্ট সেই সময় অভিষেকের গাড়িতে গভমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড দেখে সেই গাড়ি আটকে তার কাগজ দেখতে চান। কিন্তু সেই রকম কোনও কাগজই দেখাতে পারেনি অভিষেক। তার জেরেই খবর দেওয়া হয় জোড়াবাগান থানায়। সেখান থেকে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আটক করা হয় অভিষেক ও তার গাড়িটিকে। তারপর তাকে আনা হয় জোড়াবাগান থানায়। সেখানেই তাকে গ্রেফতার করা হয়।