কলকাতা

‘যোগ্য সম্মান পেলেন মুখ্যমন্ত্রী’, মত রাজ্যপালের

দ্বিতীয়বার সাম্মানিক ডিলিট পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ শিক্ষায় বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি তিনি সাধারণ মানুষকে উৎসর্গ করেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর হাতে তুলে দিয়েছেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির এই সম্মান। আর বিশেষ এই সম্মান নিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ্যপাল বলেন, এত বড় সম্মান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদান করল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। এই সম্মান মুখ্যমন্ত্রীর প্রাপ্য ছিল। বলেন, সাংবিধানিক সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মান প্রাপ্তিতে তিনি আপ্লুত। এই গর্ব বাংলা ও বাঙালির বলেও দাবি করেন রাজ্যপাল। এদিন সিভি আনন্দ বোস বলেন, রবীন্দ্রনাথের মতো মনীষীরা বাংলাকে ঐতিহ্যমণ্ডিত করেছে। বাংলার শিক্ষার্থীদের সেই ঐতিহ্যকে বহন করতে হবে। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তাঁর বক্তব্য, বাংলা যোগ্য নেত্রী পেয়েছে। আরও বলেন, যোগ্য নেত্রীর এই সম্মান পাওয়ায় তিনি আপ্লুত। এদিন ডিলিট উপাধি পাওয়ার পরে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন, মাদার টেরিজার নামে প্রফেসর পদের চেয়ার রাখা উচিৎ। বলেন, মানবতাকে আদর্শ করে সকলের চলা উচিৎ। তাঁর বার্তা, নেতিবাচক ভাবনা এবং হতাশা যেন গ্রাস না করে। সবসময় ইতিবাচক দিক ভাবার পরামর্শও দেন তিনি। দেশবাসীর একতা, শান্তি-বিশ্ব শান্তির কথা বলে এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই দেশ ‘সেক্যুলার- ডেমোক্রেটিক’। তাঁর বক্তব্য, সংবিধানের মর্যাদা দেওয়া উচিৎ। সমস্ত সংকীর্ণতা দূর করতে বলে তিনি বলেন, জ্ঞান সর্বদা উন্মুক্ত।