কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষায় ছিলেন। এখন তাদের অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ১৯ মার্চ অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (DR) বাড়তে পারে এই বৈঠকের পর। এই বৃদ্ধির ফলে সকল সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।
ডিএ 55 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা: সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকার মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে। এর কারণে এটি ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় সহায়তা করার জন্য প্রতি বছর জানুয়ারী এবং জুলাই মাসে দুবার মহার্ঘ ভাতা দেওয়া হয়। যেমন, যদি একজন কর্মচারীর মূল বেতন ১ লক্ষ টাকা হয়, তাহলে ২ শতাংশ বৃদ্ধির পর ডিএ ৫৫ হাজার টাকা হয়ে যাবে। এই বৃদ্ধির ফলে, সরকারি কর্মচারীরা তাদের হাতে থাকা বেতনের (টেক হোম স্যালারি) সরাসরি সুবিধা পাবেন।