ক্রাইম জেলা

মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, শিলিগুড়িতে গ্রেফতার স্কুলশিক্ষক

জে বিবাহিত, তারপরেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার স্কুল শিক্ষক। চাঞ্চল্য শিলিগুড়িতে। পুলিস সূত্রে খবর, ধৃতের নাম সঞ্জয় কুমার বাইন। বাড়ি, শিলিগুড়ির ফুলবাাড়ির মার্ডারমোড় এলাকায়। সরকারি স্কুলের শিক্ষকতা করেন। অভিযোগ, বছর সাতের আগে এক বিধবা মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয়। এমনকী, বিয়ের প্রতিশ্রুতি একাধিকবার তাঁর সঙ্গে সহবাসও করেন! পূর্ব ধানতলার এলাকার বাসিন্দার ওই মহিলার দাবি, এখন তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছেন না অভিযুক্ত শিক্ষক। গতকাল বৃহস্পতিবার এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ পেয়ে তত্‍পর হয় পুলিস। আজ, শুক্রবার গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতকে তোলা হয় জলপাইগুড়ি আদালতে। অভিযুক্ত সঞ্জয় বিবাহিত বসে জানা গিয়েছে। সম্প্রতি কলকাতায়ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিস। ধৃতকে ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম জয়ন্ত দাস। বাড়ি, বিরাটিতে। তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর দাবি, জয়ন্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে সহবাসও করেন ওই যুবক। অভিযোগকারী এখন অন্তঃস্বত্ত্বা। কিন্তু বিয়ে রাজি নন জয়ন্ত।