ব্যাংক গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর। অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে চলা ব্যাঙ্কগুলির ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নির্মলা সীতারমণের। আগে ব্যাংক গুলি সঙ্কটে পড়লে আগে বিমা বাবদ মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেত। কিন্তু সরকারের নয়া ঘোষণাতে এবার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদ টাকা পেতে পারেন গ্রাহকরা। এবং সেই টাকা পাওয়ার জন্যে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। মাগত্র ৯০ দিনের মধ্যেই এই টাকা পেয়ে যাবেন। এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারমণ। আজ বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট মিটিং হয়। সেখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে নয়া এই সিদ্ধান্তে শিলমোহর দেয় মোদি সরকার। নয়া এই নিয়ম অনুযায়ী, আর্থিক সঙ্কটের মধ্যে চলা ব্যাঙ্কের গ্রাহকরা DICGC আইন অনুসারে ৯০ দিনের মধ্যেই ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন। আর এই জন্যে Deposit Insurance and Credit Guarantee Corporation- (DICGC) এর আইনে বেশ কিছু রদবদল আনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রসঙ্গে জানিয়েছেন যে, DICGC অ্যাক্ট অনুযায়ী ৯৮.৩ শতাংশ ডিপোজিট বিমার আওতায় কভার হবে। শুধু তাই নয়, এই আইনের আওতায় দেশের সমস্ত কর্মাশিয়াল ব্যাঙ্ক, ফরেন, স্মোল ফিন্যাস, রুরল এবং কর্পোরেট ব্যাঙ্ক থাকবে। ফলে এবার থেকে ব্যাক ডুবলে সমস্ত টাকা চলে গেল বলে আতঙ্কের কিছু নেই।