জিএসটি আদায়ের ক্ষেত্রে নয়া রেকর্ড। গত এপ্রিল মাসে দেশে জিএসটি খাতে কোষাগারে জমা পড়েছে এক লক্ষ ৮৭ হাজার কোটি ৩৫ লক্ষ টাকা। গত ২০২২ সালের এপ্রিল মাসে জিএসটি বাবদ আদায় হয়েছিল এক লাখ ৬৮ হাজার কোটি টাকা। এতদিন জিএসটি আদায়ের ক্ষেত্রে সেটিই ছিল রেকর্ড। সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশে পণ্য ও পরিষেবা কর চালুর পরে গত বছরের এপ্রিলে জিএসটি আদায় রেকর্ড করেছিল। নয়া আর্থিক বর্ষের প্রথম মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে এক লক্ষ ৮৭ হাজার কোটি ৩৫ হাজার টাকা। তার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে ৩৮ হাজার ৪৪০ কোটি টাকা। রাজ্যগুলির (SGST) আয় হয়েছে ৪৭ হাজার ৪১২ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ আয় হয়েছে ৮৯ হাজার ১৫৮ কোটি টাকা। যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৪২ হাজার ৫০৩ কোটি টাকা। আর সেস বাবদ আদায় হয়েছে ১২ হাজার ২০৫ কোটি টাকা। একদিনে সর্বোচ্চ জিএসটি আদায় হয়েছে ২০ এপ্রিল। ওই দিন জিএসটি বাবদ আদায় হয়েছে ৬৮ হাজার ২২৮ কোটি টাকা। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি জিএসটি আদায় হয়েছে গুজরাতে। মোদির রাজ্যে জিএসটি আদায় হয়েছে ১১ হাজার ৭২১ কোটি টাকা। সিকিমে জিএসটি আদায় একমাসে বেড়েছে ৬১ শতাংশ।