দেশ

গুজরাত বিধানসভার নির্বাচনের সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

হিমাচল প্রদেশের ভোট ঘোষণার ২০দিন পর গুজরাত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগের বারের মতোই গুজরাতের ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ ১ ডিসেম্বর। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৫ ডিসেম্বর। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। ওইদিনই হিমাচলপ্রদেশেরও ভোটগণনার কথা। ১০ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পুরো ভোটপ্রক্রিয়া। হিমাচল প্রদেশ ও গুজরাতের বিধানসভার মেয়াদকাল প্রায় একই সময় শেষ হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কিছুদিন আগে শুধুমাত্র হিমাচল প্রদেশের নির্বাচনের দিন ঘোষণা করে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাত সফরে গিয়ে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন। বিরোধীদের অভিযোগ, মোদিকে প্রকল্প ঘোষণার সুবিধা পাইয়ে দিতেই গুজরাতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ দিন ঘোষণা হল। উল্লেখ্য, ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় গত ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই মুহূর্তে সে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ১১১। বিরোধী কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৬২। শেষবার গুজরাটে ভোট হয় ২০১৭ সালে। সেবার বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল কংগ্রেস। ২০১৭ সালে বিজেপি জিতেছিল ৯৯টি আসন। আর কংগ্রেস আশির কাছাকাছি পৌঁছে যায়। তারপর অবশ্য কংগ্রেস অনেক দুর্বল হয়েছে। একে একে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেসের ১৭-১৮ জন বিধায়ক। হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকোরদের মতো তরুণ নেতারাও এখন বিজেপিতে। তার উপরে আম আদমি পার্টির এন্ট্রি গুজরাত রাজনীতিতে ধারেভারে অনেকটাই এগিয়ে দিয়েছে বিজেপিকে।  যদিও দিন কয়েক আগেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়। যা কিনা বিপাকে ফেলেছে বিজেপিকে। অন্যদিকে পঞ্জাব দখলের পর গুজরাতের দিকে নজর দিয়েছে আপ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ কয়েকবার গুজরাত সফর করেছেন। সেখানে এবার লড়াই ত্রিমুখী হবে বলে অনুমান রাজনৈতিক মহলের।