দেশ ভাইরাল

গুজরাতের ভাবনগরে বন্যার জলের স্রোতে ভেসে গেল যাত্রী বোঝাই বাস! উদ্ধার ৩৭, ভাইরাল ভিডিও

গুজরাতের ভাবনগর জেলা বন্যার জেরে বিধ্বস্ত। লাগাতার বৃষ্টিতে সেখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ। বন্যার জলের স্রোত বইছে চারিদিকে। রাতের অন্ধকারে বন্যার জলের স্রোতের মাঝে পড়ে গেল বাস। চেষ্টা ছিল বন্যার জল পার করে এগিয়ে যাওয়ার। তবে শেষমেশ বড় বিপদের মুখে পড়ে যায় বাস। তবে শেষরক্ষা হয় বরাত জোরে! অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বাসের ৩৭ জন যাত্রীকেই। ঘটনা । এরই মাঝে রাতের অন্ধকারে সেখানে বন্যার স্রোতের মাঝে বাসটি পড়ে যায় বিপাকে। ভাবনগরের কোলিয়াক গ্রামে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসটিতে ছিল ৩৭ জন যাত্রী। তাঁদের মধ্যে ২৯ জন তামিলনাড়ুর বাসিন্দা। জানা গিয়েছে, বাসের চলার পথে একটি রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছিল। সেই রাস্তায় জমে ছিল বন্যার জল। বন্যার জলের স্রোত পেরিয়ে বাস রাস্তা পার করতে চেষ্টা করে। তখনই ঘটে যায় বিপত্তি। ঘটনার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে কতটা জল সেখানে ছিল। বাসটিকে দেখা যায়, ওই বন্যার জলের মাঝে আটকে থাকতে। বলা হচ্ছে, রাস্তাটি এমন একটি রাস্তায় ছিল, যার দুই পাশে ছিল জলাশয়। সেই জলাশয়ের জলই উঠে আসে রাস্তায়। জলের তোড়ে কার্যত রাস্তার সঙ্গে মিশে যায় জলাশয়! ফলে পথ বিপজ্জনক হয়। দেখুন সেই ভিডিও –