মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির গুলিতে মৃত্যু হল এক ভারতীয় তরুণী ঊর্মি প্যাটেল (২৪) এবং তাঁর বাবা প্রদীপ প্যাটেল (৫৬)। ছ’বছর আগে গুজরাট থেকে তাঁরা ভার্জিনিয়ায় চলে যান। জানা গেছে, ভার্জিনিয়ায় এক আত্মীয়ের ডিপার্টমেন্টাল স্টোর কাজ করতেন গুজরাতের বাসিন্দা ঊর্মি প্যাটেল (২৪) এবং তাঁর বাবা প্রদীপ প্যাটেল (৫৬)। ছ’বছর আগে গুজরাট থেকে তাঁরা ভার্জিনিয়ায় চলে গিয়েছিলেন। সকালে বাবা-মায়ের দোকানে ঢুকে গুলি চালিয়ে দেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর কন্যার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টিতে দোকান ছিল প্যাটেলদের। বৃহস্পতিবার সকালে সেখানে মদ দিনতে যান জর্জ ফ্রেজিয়ার ডেভন হোয়ারটন নামে এক ব্যক্তি। অভিযোগ, দোকানে ঢুকেই হম্বিতম্বি শুরু করেন তিনি। কেন আগের রাতে দোকান বন্ধ রাখা হয়েছিল, তা নিয়ে বাবা এবং মেয়ের সঙ্গে যুবকের বচসা শুরু হয়। এরপর আচমকা গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। ইতিমধ্যে ৪৪ বছর বয়সি ব্যক্তিকে জোড়া খুনের অভিযোগে গ্রেফতার করেছে ভার্জিনিয়ার পুলিশ। আইন অনুসারে তাঁর বিরুদ্ধে এই সংক্রান্ত উপযুক্ত ধারাগুলি যুক্ত করা হয়েছে। কেন তিনি এই খুন করলেন, প্যাটেল পরিবারের সঙ্গে আগে থেকে তাঁর কোনও যোগ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।
