গুজরাতের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার নাবালিকা। রাতে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। তর্কাতর্কি বাড়তে বাড়তে ক্রমশ মারমুখী হয়ে ওঠে উভয় গোষ্ঠী। দুই গোষ্ঠীর হাতাহাতির জেরে প্রাণ গেল ১৬ বছরের এক নাবালিকার। বৃহস্পতিবার রাতে গুজরাত ভাবনগরের ভরাল গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের কারণে প্রাণ খুইয়েছে ১৬ বছরের তরুণী। জেলা পুলিশ সুপার অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে শুক্রবার। পুলিশ সুপার জানিয়েছেন, দুই গোষ্ঠীই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার রাতে সেল টাওয়ারের ভাড়া নিয়ে গ্রামের সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের কয়েকজন হামলা করেন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্যদের উপর। সূত্রে খবর, সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের এক সদস্য কিছু মাস আগে একটি সেল টাওয়ার বসিয়েছিলেন গ্রামের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জমির ভিতর। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে তাঁরা সেল টাওয়ারের ভাড়া দিচ্ছিলেন না। বৃহস্পতিবার রাতে টাওয়ারের ভাড়া নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে হাতাহাতির পর্যায়ে নেমে আসেন তাঁরা। যার জেরে প্রাণ গিয়েছে তরুণীর। সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের ছয় অভিযুক্তকে শুক্রবার খুন এবং গোষ্ঠী দাঙ্গার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।