দেশ

গুজরাত বন্দরে নৌবাহিনি ও এনসিবির যৌথ অভিযানে উদ্ধার ৩ হাজার ৩০০ কেজির মাদক

ভারতীয় নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযানে মঙ্গলবার গুজরাতের পোরবন্দরের কাছে জাহাজ থেকে প্রায় ৩,৩০০ কেজি মাদক আটক করেছে। নৌবাহিনী একটি ছোট জাহাজকে আটক করে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন এবং ২৫ কেজি মরফিন উদ্ধার করে। জাহাজের পাঁচজন ক্রু, সবাই পাকিস্তানি নাগরিক। তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় নৌ বাহিনী তাঁদের বিবৃতিতে জানিয়েছে, ‘একটি পালতোলা নৌকা থেকে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা, যা পরিমাণের দিক থেকে এখনও পর্যন্ত সবথেকে বড়, এনসিবি-র সঙ্গে ভারতীয় নৌবাহিনীর মিশন-নিয়োজিত সম্পদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছিল। আটক করা নৌকা এবং ক্রুসহ মাদকদ্রব্য হস্তান্তর করা হয়েছে একটি ভারতীয় বন্দরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে’।