দেশ

 নয়া সংসদ ভবন ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় হরদীপ সিং পুরীর

আগামী ২৮ মে ভারতের নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে সেই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। শুক্রবার এই প্রসঙ্গে তাদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী  ও বিজেপি সাংসদ হরদীপ সিং পুরী। ১৯৪৭ সালে আমেরিকার টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রবন্ধ দেখিয়ে বিষয়টি সম্পর্কে সবাইকে খোঁজ খবর করার অনুরোধ করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, “১৯৪৭ সালে আমেরিকার টাইম ম্যাগাজিনে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। যারা নতুন সংসদ ভবনের উদ্বোধনের বিরোধিতা করছে তাদের এই প্রবন্ধটা পড়ে দেখুন আর জানুন!