দেশ

মমতার পর এবার নীতি আয়োগের বৈঠক বয়কট কেজরির

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বাংলার মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন শনিবার হতে চলা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না তিনি। এবার এই বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়ে দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল এ কথা জানান। ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছে বলে মোদি সরকারকে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির আমলা নিয়োগ ও বদলি সংক্রান্ত ক্ষমতা দিল্লি সরকারের হাতে থাকবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু মোদি সরকার সেই নির্দেশ অমান্য করে অধ্যাদেশ এনেছে আমলা বদলির ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার জন্য। সেই অধ্যাদেশ সংসদের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হলে আইনে পরিণত হবে। এই ইস্যুতে বর্তমানে কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে দিল্লির আপ সরকারের দ্বৈরথ চলছে। রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু হওয়ায় সেখানে বিলটি আটকে যেতে পারে যদি বিরোধীরা ঐক্যবদ্ধ হয়। তাই অরবিন্দ কেজরিওয়াল বিরোধী নেতাদের পাশে পেতে ইতিমধ্যে দেখা করেছেন নীতীশ কুমার, উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, মমতা বন্দ্যোপাধ্যের সঙ্গে। তাঁরা দিল্লি সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই আবহে নীতি আয়োগের বৈঠক বয়কটের কথা জানিয়ে দিলেন কেজরি।