হরিদেবপুরে গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ গভীর রাতে বর্ধমান স্টেশন চত্বর থেকে গণধর্ষণে অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেন ধরে ভিনরাজ্য়ে পালানোর পরিকল্পনা করেছিল অভিযুক্ত ৷ তবে, ধৃতের পলাতক সঙ্গীর খোঁজে এখনও চলছে তল্লাশি ৷ পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা । কয়েক মাস আগে চন্দনের সঙ্গে পরিচয় হয় তাঁর । ধৃত অভিযুক্ত নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড় পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেয় । এরপর তরুণীর সঙ্গে দীপ নামে আরও এক যুবকের আলাপ করিয়ে দেয় সে ৷ নির্যাতিতাকে ওই পুজো কমিটির কাজে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ধীরে ধীরে তাঁর সঙ্গে সখ্যতা গড়ে তোলে অভিযুক্তরা ৷


