‘হেপাটাইটিস সি’ ভাইরাসের চিকিৎসায় বিশেষ অবদানের জন্য চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেলেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস। সোমবার বিকেলে সুইডেনের রাজধানী স্টকহোমে বিজেতাদের নাম ঘোষণা করেন নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান। নোবেল কমিটির তরফে এক বিবৃতিতে জানানো হয়, “হেপাটাইটিস এ’ এবং হেপাটাইটিস বি -এর চিকিৎসা আগে থেকে থাকলেও। রক্তবাহিত হেপাটাইটিসের সম্পর্কে বিশেষ কোনো তথ্য ছিল না। এই তিন বিজ্ঞানীর গবেষণায় সেই তথ্যগুলো উঠে এসেছে। হেপাটাইটিস সি ভাইরাসের আবিষ্কারের ফলে রক্ত পরীক্ষার দ্বারা এ রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। আর এই রোগ নিরাময়ের জন্য এই তিন বিজ্ঞানী যে ওষুধ আবিষ্কার করেছেন, তাতে প্রায় ৭ মিলিয়ন লোকের জীবন রক্ষা হয়েছে।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, এই দুরারোগ্য ব্যাধিতে প্রত্যেক বছর সারা বিশ্বে প্রায় ৪ লক্ষ মানুষের মৃত্যু হয়। নোবেল পুরস্কারের জয়ীদের এবছর গত বছরের তুলনায় ১০ লক্ষ ক্রোন অর্থ বেশি দেওয়া হচ্ছে। নোবেল পুরস্কারের স্মারক হিসেবে একটি সোনার মেডেল এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পুরস্কার জয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।