দেশ

ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করুন, কড়া বার্তা সুপ্রিমকোর্টের

বিভিন্ন সময়ে দেশের একাধিক রাজনীতিবিদের বিরুদ্ধে ঘৃণা-ভাষণ বা হেট স্পিচ দেওয়ার অভিযোগ উঠেছে। কীভাবে ঘৃণাভাষণ বন্ধ হবে সেই বিষয়ে এবার মত প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা বন্ধ করলে ঘৃণাভাষণ দূর হবে।’ ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করার জন্য কড়া বার্তাও দেয় সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্ট বলেছে, যে মুহূর্তে রাজনীতি এবং ধর্ম আলাদা হয়ে যাবে এবং রাজনীতিবিদরা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা বন্ধ করে দেব ঘৃণাভাষণ দূর হয়ে যাবে। বিদ্বেষপূর্ণ বক্তৃতাকারীদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার আবেদনের শুনানি ছিল বুধবার। সেই মামলায় এদিন পর্যবেক্ষণে শীর্ষ আদালত এই মন্তব্য করেছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ এবং বিভি নাগারত্নার বেঞ্চ প্রশ্ন করে, কেন লোকেরা নিজেদেরকে সংযত রাখতে পারে না? বিচারপতি কে এম জোসেফ বলেন, প্রতিদিন, স্বঘোষিত মোড়লরা অন্যদের বদনাম করার জন্য টিভি এবং পাবলিক ফোরামে বক্তৃতা করছে। কেন ভারতের মানুষ অন্য নাগরিক বা সম্প্রদায়কে অপমান না করার প্রতিজ্ঞা করতে পারে না।