কলকাতা

৪৬টি রুটের অনুমোদন দিল রাজ্য পরিবহণ  দফতর

নতুন করে ৪৬টি রুটের অনুমোদন দিল রাজ্য পরিবহণ  দফতর। কিন্তু তাঁরা শর্তও রাখল। ওই রুটে চালাতে হবে Bharat Stage-4 বা BS-4 বাস। নজরে পূর্ব বর্ধমান জেলা। কেননা এই জেলার জন্যই এই রুটগুলি অনুমোদন করা হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্র মিলিয়ে এই ৪৬টি রুটে বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। বেসরকারি ক্ষেত্রে বাস মালিকদের কার্যত জানিয়ে দেওয়া হয়েছে, BS-4 বাস ছাড়া অন্য বাস চালানো যাবে না। রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, বাস মালিকরা নতুন নতুন রুটের পারমিট নিয়ে থাকেন। কিন্তু অনেক সময় তাঁরা বাস চালান না। কারণ নতুন রুটে খুব বেশি যাত্রী হয় না। রুট জনপ্রিয় হওয়ার পরেই তাঁরা বাস চালান। এরকম করা চলবে না বলে বাস মালিকদের। পূর্ব বর্ধমান জেলায় মোত ৪৬তি রুটে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে, কেননা জেলা থেকে যাত্রীর সংখ্যা ও বাসের চাহিদা ক্রমশ বাড়ছে। ৪৬টি রুটের মধ্যে ২৬টি রুটে বাস নামাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা SBSTC। বাকি রুটে বেসরকারি বাস মালিকেরা তাঁদের বাস চালাবেন। ওই সব রুটের মধ্যে আবার ১৪টি রুটই জেলার মধ্যে। বাকি ৬টি পূর্ব বর্ধমান থেকে ভিন জেলার। ব্যস্ত রুটের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিতেও বাস যাবে। যাত্রীদের সুবিধার জন্য আগামীদিনে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।