কলকাতা

এজলাসে ঢুকতে কেউ যেন বাধা না পান, পুলিশকে কড়া নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার

এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য বার অ্যাসোসিয়শনের আইনজীবীদের একাংশ সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয় অভিযোগ ওঠে এজলাস বয়কট করা আইনজীবীরা অন্য আইনজীবীদের এজলাসে ঢুকতে দিচ্ছেন না। সেই খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে পৌঁছলে মঙ্গলবার তিনি পুলিশকে নিজের কক্ষের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা হাইকোর্টের ওসি-কে তলব করেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বাড়ান। কেউ এজলাসে আসতে চাইলে তাকে যেন বাধা না দেওয়া হয়। যাঁরা আসতে চান, তাঁরা যেন এজলাসে ঢুকতে পারেন। যাঁরা আসতে চান না, সেটা তাঁদের বিষয়। অন্যদিকে মঙ্গলবার বিচারপতির এই নির্দেশের পর তাঁর এজলাসের বাইরে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। এরপর আইনজীবীরা বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে প্রবেশ করেন। শুরু হয় বিচার প্রক্রিয়াও। কিন্তু বেশির ভাগ আইনজীবী অনুপস্থিত ছিলেন এদিন। ফলে স্বাভাবিক বিচার প্রক্রিয়া এগোয়নি।