এগরার অবৈধ বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার রিপোর্ট সিআইডিকে আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের ওই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সেই মামলাতেই এ দিন এই নির্দেশ দিয়েছে আদালত ৷ এছাড়া আদালতের আরও নির্দেশ এই ঘটনার অভিযোগে এনআইএ অ্যাক্ট বা বিস্ফোরক উদ্ধার আইনের ধারা যুক্ত করতে হবে ৷ এলাকায় শান্তি ফেরাতে পুলিশ মোতায়েন করতে হবে ৷ আপাতত সিআইডিই এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে ৷ আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী অভিযোগ করেন পুলিশ প্রথম থেকে এনআইএ অ্যাক্টে অভিযোগ নিতে চায়নি । রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন তদন্ত ইতিমধ্যে সিআইডিকে দেওয়া হয়েছে । সিআইডি তদন্ত করছে । খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ৷ ওই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে নজনের ৷ আহত বেশ কয়েকজন৷ যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে ৷ কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানু বাগ বিস্ফোরণে আহত হন ৷ তার পর এলাকা ছেড়ে পালিয়ে যান ৷ আপাতত তিনি ওড়িশার কটকে একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সেখানেই তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ ৷এই ঘটনার দিনই তদন্তের দায়িত্ব সিআইডির হাতে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে তিনি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন ৷ বুধবার ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ পাশাপাশি এনআইএ তদন্তের দাবিতে মামলাও দায়ের করেন কলকাতা হাইকোর্টে ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ৷