কলকাতা

এগরার অবৈধ বাজি কারখানার বিস্ফোরণ কাণ্ডে সিআইডি তদন্তের রিপোর্ট তলব করল হাইকোর্ট

এগরার অবৈধ বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার রিপোর্ট সিআইডিকে আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের ওই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সেই মামলাতেই এ দিন এই নির্দেশ দিয়েছে আদালত ৷ এছাড়া আদালতের আরও নির্দেশ এই ঘটনার অভিযোগে এনআইএ অ্যাক্ট বা বিস্ফোরক উদ্ধার আইনের ধারা যুক্ত করতে হবে ৷ এলাকায় শান্তি ফেরাতে পুলিশ মোতায়েন করতে হবে ৷ আপাতত সিআইডিই এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে ৷ আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী অভিযোগ করেন পুলিশ প্রথম থেকে এনআইএ অ্যাক্টে অভিযোগ নিতে চায়নি । রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন তদন্ত ইতিমধ্যে সিআইডিকে দেওয়া হয়েছে । সিআইডি তদন্ত করছে । খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ৷ ওই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে নজনের ৷ আহত বেশ কয়েকজন৷ যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে ৷ কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানু বাগ বিস্ফোরণে আহত হন ৷ তার পর এলাকা ছেড়ে পালিয়ে যান ৷ আপাতত তিনি ওড়িশার কটকে একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সেখানেই তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ ৷এই ঘটনার দিনই তদন্তের দায়িত্ব সিআইডির হাতে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে তিনি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন ৷ বুধবার ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ পাশাপাশি এনআইএ তদন্তের দাবিতে মামলাও দায়ের করেন কলকাতা হাইকোর্টে ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ৷