কলকাতা

প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট

ফের শিক্ষক নিয়োগের মামলায় ধাক্কা। প্রাথমিকে এবার ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় এখনও পর্যন্ত এটাই চাকরি বাতিলের সবচেয়ে বড় উদাহরণ। শুক্রবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২০১৪ সালের টেট থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালে প্যানেভুক্তদের মধ্যে যাদের প্রশিক্ষণ নেই, তাঁদের চাকরি বাতিল করা হয়েছে। তবে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের চাকরি বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলায় উঠে এসেছে একাধিক বিষয়। কারোর অ্যাপটিচিউড টেস্ট না নিয়েই চাকরি আবার কারোর ক্ষেত্রে সংরক্ষণ নীতি না মেনেই চাকরির বিষয়টিও উঠে আসে। এমনকী প্রশিক্ষণপ্রাপ্তদের বাতিল করে প্রশিক্ষণহীন কেউ চাকরি পেয়েছেন, সেই উদাহরণও আছে। ওই বছরে প্রাথমিকে সাড়ে ৪২ হাজার নিয়োগ হয়েছিল। বিচারপতির নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের থেকে যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ করতে হবে। যাদের চাকরি বাতিল হয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন। তবে যাদের চাকরি বাতিল করা হয়েছে তাঁদের এইমুহুর্তে চাকরি যাচ্ছে না। বিচারপতির নির্দেশ, আগামী চার মাস তাঁরা কাজ করবেন এবং পার্শ্বশিক্ষকের হারে বেতন পাবেন।