বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের রক্ষাকবচ সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। দু’পক্ষের সওয়াল-জবাব শেষ হলেও ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেনি। এ দিন অনুব্রত মণ্ডলের হয়ে ডিভিশন বেঞ্চে সওয়াল করেন মধ্যপ্রদেশ সরকারের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিবেক তানখা। বুধবার শুনানির শুরুতেই সিবিআইয়ের আইনজীবী এমবি রাজু আর্জি জানান, ১৫ মার্চ সিবিআই দফতরে হাজিরার নোটিস পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। ফলে, ১৬ মার্চের এই আবেদন গ্রহণযোগ্য নয়। প্রত্যুত্তরে বীরভূম জেলা তৃণমূল সভাপতির আইনজীবী বিবেক জানান, একবার নয়, বিভিন্ন সময় অনুব্রতকে নোটিস পাঠানো হয়েছে। সেই নোটিসের জবাবও দেওয়া হয়েছে। অনুব্রতর আইনজীবীর অভিযোগ, সিবিআই নিজের ক্ষমতা ব্যবহার করে, তদন্তের নামে হেনস্তা করছে। অনুব্রত মূল অভিযুক্ত নন, অন্যতম সাক্ষী। সে ক্ষেত্রে কাছাকাছি হাজিরার জায়গা নির্ধারণ করতে সিবিআইয়ের অনীহা কেন? কেন ২০০ কিমি দূরে যেতে হবে, সে প্রশ্নও তোলেন।