উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বিখ্যাত শৈব তীর্থকেন্দ্র জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পূণ্যার্থীদের ঢোকা নিষিদ্ধ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শুক্রবার এক মামলার রায়ে জেলা প্রশাসনকে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। তবে এই রায় চিরকালীন নয়। আপাতত শুধু শ্রাবণ মাসে যে কটি দিন বাকি আছে ততদিনের জন্য এই অস্থায়ী ব্যবস্থার বির্দেশ দিয়েছেন বিচারপতি যা মন্দির কমিটি থেকে পূণ্যার্থীদেরও মানতে হবে। আদালতের রায় ঠিক ভাবে মানা হচ্ছে কিনা তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে জলপাইগুড়ি জকেলা প্রশাসনকে।