কলকাতা

কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় স্টেটাস রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

কল্যাণী এইমসের নিয়োগ ‘দুর্নীতি’র মামলায় সিআইডি-র কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ১৬ আগস্টের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিল হাইকোর্ট।