দেশ

বিজেপির সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত দেবেগৌড়ার

বিধানসভা ভোটে পায়ের তলার মাটি সরে গিয়েছে। কিং মেকার হতে গিয়ে কার্যত দলের অস্তিত্বই সঙ্কটে পড়েছে। তাই দল বাঁচাতে শেষ পর্যন্ত বিজেপি শিবিরেই নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রাজনীতিতে ঘুমের জন্য কুখ্যাত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে এনডিএ শিবিরে যোগ দেওয়ার আর্জি জানিয়ে বার্তা পাঠিয়েছেন দেবেগৌড়া ও তাঁর পুত্র তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। আর ওই কথা জানাজানি হতেই জেডিএসের অন্দরে অশান্তির আগুন জ্বলে উঠেছে। একাধিক বিধায়ক ও নেতা সরাসরি দল ছাড়ার হুমকি দিয়েছেন। কন্নড় রাজনীতিতে বরাবরই জেডিএসের শক্ত ঘাঁটি ছিল মাইশূর। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে সেই মাইশূর থেকে ধুয়েমুছে গিয়েছে দেবেগৌড়ার দল। জেডিএসের অধিকাংশ ভোটই কংগ্রেসের ভোট বাক্সে পড়েছে। আগামী লোকসভা ভোটে একলা চলতে গেলে যে খালি হাতেই ফিরতে হবে তা ভালই জানেন জেডিএস সুপ্রিমো দেবেগৌড়া। তাই পায়ের তলার মাটি ফিরে পেতে আগামী লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট চাইছেন তিনি। অতীতে বিজেপির সঙ্গে জোট গড়ে কর্নাটকে ক্ষমতা দখল করেছিল জেডিএস। তাছাড়া বিজেপির সঙ্গে বরাবরই গোপন সম্পর্ক রয়েছে দেবেগৌড়া ও তাঁর পুত্র এইচডি কুমারস্বামী।