কলকাতা

বঙ্গোপাগরে নিম্নচাপ, কলকাতা সহ দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আজ সকাল থেকেই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এর জেরে জলমগ্ন হয়েছে কলকাতার বহু এলাকা। তবে আর কিছুক্ষণেই আরও প্রবল বৃষ্টি হতে চলেছে তিলোত্তমা ও সংলগ্ন জেলাগুলিতে। এই আবহে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জেনে নিন আগামী কয়েক ঘণ্টায় কোথায় কোথায় বৃষ্টি হবে। আলিপুর আবহাওযা দফতরের তরফে জানানো হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বজ্রপাত সহ মাঝারি বর্ষণ হতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।   পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি নামতে পারে বসিরহাট, সল্টলেক, কলকাতা, দমদম, বালী, হাওড়া, আমতা, বাগনান, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, ক্যানিং, তমলুক, হলদিয়া, খেজুড়ি, সাগরদ্বীপ, কাঁথি, মন্দারমণি, দিঘা, তাজপুরে। তাছাড়া ভিজতে পারে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া।   মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। সেদিনও জারি থাকবে হলুদ সতর্কতা।