শনিবার বিকেলের ঝড়বৃষ্টিতে তছনছ হয়েছিল শহর থেকে শহরতলি। গতকালের কালবৈশাখীর জেরেই প্রাণ হারিয়েছেন ৩ জন। বৃষ্টির পাশাপাশি তুমুল ঝড়েও প্রচুর গাছ উপড়ে গিয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশের মুখভার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস।