ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন বাণিজ্য নগরী ৷ সোমবার মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের হারবার লাইনে ভাদালা রোড এবং ছত্রপতি শিবাজি টার্মিনাসের মধ্যে সকাল সাড়ে ১০টা থেকে শহরতলির ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ একই সঙ্গে মহানগরীর বেশ কয়েকটি এলাকা থেকে জল জমে থাকার খবর পাওয়া গিয়েছে। বৃহন্মুম্বই পুর কর্পোরেশন (বিএমসি) সূত্রে খবর, শহরের দক্ষিণ প্রান্তে ন্য়ারিম্যান পয়েন্ট ফায়ার স্টেশনে (১০৪ মিমি) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৷ এরপর সকাল ন’টা থেকে সকাল ১০র মধ্যে ‘এ ওয়ার্ড’ অফিস (৮৬ মিমি), কোলাবা পাম্পিং স্টেশন (৮৩ মিমি) এবং পুর সদর অফিস এলাকায় (৮০ মিমি) বৃষ্টি রেকর্ড হয়েছে। বিএমসি আধিকারিকরা জানান, শহরতলী এলাকায় তুলনামূলকভাবে কম বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। মসজিদ স্টেশনে ট্র্যাকে জল জমার কারণে হারবার লাইনে ট্রেন পরিষেবায় প্রভাব পড়েছে ৷ তবে রেল আধিকারিকরা জানিয়েছেন, মূল লাইনের করিডোরে পরিষেবা স্বাভাবিকভাবে চলছে, যদিও করিডোরে কয়েকটি সিগন্যাল এবং ট্র্যাক পরিবর্তনের পয়েন্টে ত্রুটি দেখা গিয়েছে ৷ সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা বলেন, “সিএসএমটি ইয়ার্ডেও ব্যাপক জল জমার খবর পাওয়া গিয়েছে ৷ এর ফলে আপ থ্রু লাইন এবং সাইডিং ৩০৮, ৩৩১, ৩৪৭ এবং ২৩১ প্রভাবিত হয়েছে ৷ যার ফলে ৫, ৬, ৭, ১০ থেকে ১৮ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ৷” কয়েক ঘণ্টা ধরে টানা বৃষ্টিপাতের ফলে দেশের আর্থিক রাজধানীর বেশ কয়েকটি নিচু এলাকায় জমা জল দেখা দিয়েছে। মৌসম ভবন (আইএমডি) বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতার মধ্যে, মুম্বইয়ের কিছু অংশে, বিশেষ করে শহরে বেশ কয়েক ঘণ্টা ধরে তীব্র বৃষ্টিপাত হয়েছে। মধ্য রেলওয়ের মসজিদ, বাইকুল্লা, দাদর, মাতুঙ্গা এবং বদলাপুর রেলওয়ে স্টেশনগুলিতে লাইন প্লাবিত হয়েছে, যার ফলে সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে, যার ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পশ্চিম রেলওয়ে জানিয়েছে, তাদের ট্র্যাকে কোনও জমা জল নেই এবং ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলছে ৷ তবে যাত্রীরা বিলম্বের অভিযোগ করেছেন।
