‘অপারেশন সিঁদুরে’র সাফল্যের প্রচারে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আর সেই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লিতে জরুরি বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল ৷ সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূলের কার্যালয়ে এই বৈঠক ডাকা হয়েছে ৷ লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদকে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ তবে, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি তৃণমূলের তরফে ৷ ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য এবং পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে মুখোশ খুলে দিতে সাংসদদের বহুদলীয় প্রতিনিধি দল ইতিমধ্যেই একাধিক দেশে সফর করছে ৷ তেমনই একটি দলে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জাপানের পর, তিনি এ দিন দক্ষিণ কোরিয়ায়, পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে তুলোধনা করেন ৷ বিদেশ সফরে থাকায় তাঁর এই বৈঠকে থাকা সম্ভব নয় ৷ তবে, অভিষেকের বিদেশ সফরে গিয়ে বক্তব্য এবং কেন্দ্রের সন্ত্রাসবিরোধী অবস্থানকে সমর্থনের বার্তা, এই বৈঠকে আলোচনার বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এদিকে, সংসদের বিশেষ অধিবেশন ডাকার ভাবনাচিন্তা করছে মোদি সরকার ৷ এই সম্ভাবনার আলোকে তৃণমূল নেতৃত্ব চাইছে দলের সাংসদরা প্রস্তুত থাকুন ৷ বৈঠকে কেন্দ্রের পাশে থাকার বার্তা পুনর্ব্যক্ত করা হতে পারে ৷ পাশাপাশি, সাংসদদের সতর্কও করা হতে পারে, যাতে কেউ অনভিপ্রেত বা বিতর্কিত মন্তব্য না-করেন ৷ ‘অপারেশন সিঁদুরে’র পরে গত সপ্তাহে একটি প্রতিনিধিদলকে কাশ্মীর পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভার বিশেষ অধিবেশনের আগে, সেই নিয়েও আলোচনা করতে পারে তৃণমূল কংগ্রেস ৷ কাশ্মীরীদের অবস্থা, একই সঙ্গে বাংলাকে বঞ্চনা, সব বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সব মিলিয়ে মঙ্গলবারের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ৷
