কলকাতা জেলা

নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা! রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

সাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ অঞ্চল তৈরি হলেও বৃষ্টি সর্বত্র হচ্ছে না । বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ায় বেশ কিছু জায়গায় ভ্যাপসা গরম রয়েই গিয়েছে ৷ তবে এবার খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ উত্তর বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়ায় নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গের সব জায়গায় ৷ নিম্নচাপের অবস্থান সম্পর্কে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তর বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে, তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে । ক্রমেই তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে । আগামী ২৪ ঘণ্টায় এটি আরও পশ্চিম-উত্তর থেকে পশ্চিম দিকে সরবে ৷ যার অভিমুখ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের দিকে । তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে নিম্নচাপটি । এর প্রভাবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ।” তিনি আরও বলেন, “আগামী 28 এবং 29 জুলাই ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । এর ফলে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । ফলে রাজ্যে এখন বৃষ্টি পরিস্থিতি চলবে । দমকা হাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় ২৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।”

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বৃষ্টি পরিস্থিতি :

২৫ জুলাই: বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস । ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় । উত্তরবঙ্গের উপরের তিনটি জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ।

২৬ জুলাই: ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে । উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতেও হতে পারে ভারী বৃষ্টি ।

২৭ জুলাই: দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও ভারী বর্ষণের সম্ভাবনা ।

২৮ জুলাই: ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে । ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ।

২৯ জুলাই: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে । অর্থাৎ, পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলায় বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা ।

৩০ জুলাই: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বাদ যাবে না কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলও ।